মতবিনিময় সভায় তিমির নন্দী ও মং
দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, প্রথম বাংলাদেশি আইডল মং ও ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত শিল্পী লুৎফর হাসান মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন।
দ্য রিপোর্ট কার্যালয়ে আয়োজিত ‘প্রসঙ্গ : মিউজিক ও মিউজিক ভিডিও’ শীর্ষক মতবিনিময় সভায় শনিবার দুপুর ১২টায় তাঁরা এসে পৌঁছেন।
এর আগে মতবিনিময় সভায় এসে উপস্থিত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঢাকা ব্যান্ডের মাকসুদ, ক্লোজআপ ওয়ান তারকা ‘লালনকন্যা’ মৌসুমী আক্তার সালমা ও জনপ্রিয় গীতিকার শহীদুল্লাহ ফরায়জী।
(দ্য রিপোর্ট/এসবি/শাহ/মার্চ ২৯, ২০১৪)