মতবিনিময় সভায় ন্যান্সি
দ্য রিপোর্ট প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন।
দ্য রিপোর্ট কার্যালয়ে আয়োজিত ‘প্রসঙ্গ : মিউজিক ও মিউজিক ভিডিও’ শীর্ষক মতবিনিময় সভায় শনিবার দুপুর সাড়ে ১২টায় এসে পৌঁছেছেন তিনি।
এর আগে মতবিনিময় সভায় এসে উপস্থিত হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, প্রথম বাংলাদেশি আইডল মং, ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত শিল্পী লুৎফর হাসান, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঢাকা ব্যান্ডের মাকসুদ, ক্লোজআপ ওয়ান তারকা ‘লালনকন্যা’ মৌসুমী আক্তার সালমা ও জনপ্রিয় গীতিকার শহীদুল্লাহ ফরায়জী।
(দ্য রিপোর্ট/এসবি/শাহ/মার্চ ২৯, ২০১৪)