দ্য রিপোর্ট প্রতিবেদক :জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘অপপ্রচার আর গুজব আতঙ্কে ভুগছে  বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও জ্বালানি তেলের সঙ্কট, মূল্যস্ফীতিসহ যেকোনো জাতীয় সঙ্কটকে গুজব বলে প্রচার করে তারা। রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পগুলোর চুক্তি নবায়ন করে দুর্নীতিকে উস্কে দিয়েছে বর্তমান সরকার।’ও জ্বালানি সঙ্কটের কারণ এবং সমাধানের গুচ্ছ প্রস্তাবনা নিয়ে এনডিএমের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের কারণ এবং সমাধানের গুচ্ছ প্রস্তাবনা নিয়ে এনডিএমের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘জ্বালানি এবং বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধানের গুচ্ছ প্রস্তাবনা নিয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ উপস্থাপন করেছি৷ আমরা দেখিয়েছি, কিভাবে স্বনির্ভর জ্বালানি নীতি বাস্তবায়ন সম্ভব, জ্বালানি কূটনীতির মাধ্যমে কিভাবে ডলার সাশ্রয় করা যায় এবং বায়োগ্যাস ও নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে কিভাবে প্রাকৃতিক গ্যাসের ওপর চাপ কমানো সম্ভব৷ বিদ্যুৎ সাশ্রয়ে আমরা সকাল ৭টা থেকে কর্মঘণ্টা শুরু এবং সপ্তাহে এক দিন ওয়ার্ক ফ্রম হোম চালুর প্রস্তাব করছি। পরিবহন খাতে তেল সরবরাহে রেশনিং পদ্ধতি চালুর প্রস্তাবও রয়েছে আমাদের আজকের প্রবন্ধে। এছাড়া, গত এক যুগে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের জোর দাবি জানাচ্ছি আমরা।’

এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলি আকন, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো. দেওয়ান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. ফারুক হাসান প্রমুখ।