দ্য রিপোর্ট প্রতিবেদক : সঙ্গীত জগতের খ্যাতনামা তারকাদের পদচারণায় যেন এক নতুন ঝংকারের সৃষ্টি হয়েছে দ্য রিপোর্ট কার্যালয়ে। সঙ্গীত তারকাদের নিয়ে ‘প্রসঙ্গ : মিউজিক ও মিউজিক ভিডিও’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করেছে দ্য রিপোর্ট।

শনিবার সকাল থেকেই তারকাদের পদচারণায় মুখরিত দ্য রিপোর্টের কার্যালয়।

ইতোমধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঢাকা ব্যান্ডের মাকসুদ, ক্লোজআপ ওয়ান তারকা ‘লালনকন্যা’ মৌসুমী আক্তার সালমা, প্রথম বাংলাদেশি আইডল মং, ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত শিল্পী লুৎফর হাসান, জনপ্রিয় গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, মিউজিক ডিরেক্টর ও শিল্পী এফ এ সুমন, সঙ্গীতশিল্পী ন্যান্সি, সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ূন, মিউজিক ডিরেক্টর ও শিল্পী আরফিন রুমি, মিউজিক ডিরেক্টর ও শিল্পী বেলাল খান, অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ এর কর্নধার শেখ সুমন এমদাদ, শিল্পী কাজী শুভ ও ড্রামার মামুন মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে মতবিনিময় সভাটি শুরু করা হয়। বর্তমান সঙ্গীত এবং এর সাথে মিউজিক ভিডিও কতটা সঙ্গতিপূর্ণসহ সঙ্গীতের অন্যান্য দিক নিয়ে আলোচনা করা হবে আজকের এ সভায়।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/শাহ/মার্চ ২৯, ২০১৪)