এক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক:গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৩৭ জন। এর পরের মাস জুলাইতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। এক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া, জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান একজন। কিন্তু জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন নয় জন।
সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৮০ জন। যার মধ্যে ৫৭ জনই ঢাকার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে ২৫৫ জন।
এই বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ২ হাজার ৬৬০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২ হাজার ৩২২ জন। আর মারা গেছেন নয় জন।