দ্য রিপোর্ট প্রতিবেদক: অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদ গ্রুপের এক সদস্য এবং এক কন্যা শিশু রয়েছে।

ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগ্রেড জানিয়েছে, গাজা শহরের ফিলিস্তিন টাওয়ারে বিমান হামলা চালালে সেখানকার একটি অ্যাপার্টমেন্টে থাকা দলের কমান্ডার তাইসির আল-জাবারি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে জাবারি ও পাঁচ বছরের এক শিশু রয়েছে। আহত অন্তত ৫৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফিলিস্তিন টাওয়ারের এক বাসিন্দা আল-জাজিরাকে বলেন, ‘আমরা কেবল শুক্রবার দুপুরের খাবার খেয়েছি এবং আমার বাচ্চারা খেলছিল। আমরা যে টাওয়ারে বাস করি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। আমরা পালিয়ে গেলাম। আওয়াজ ছিল অনেক বড়। আমরা খুব হতবাক হয়েছিলাম কারণ জায়গাটি বেসামরিক লোকে পূর্ণ। আমি অনেক হতাহতদের দেখেছি যাদের সরিয়ে নেওয়া হয়েছে।’