সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রুদ্ধদ্ধার বৈঠক
দ্য রিপোর্ট প্রতিবেদক:বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ।
বিসিবি সাকিবের সঙ্গে আলোচনা করে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি থেকে সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সাকিব সংবাদ পোর্টালের যুক্তি দেখিয়ে চুক্তি থেকে সরে আসতে অসম্মতি জানান। এই নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ধানমন্ডির অফিসে বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বৈঠক শুরু হয়। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে আছেন ক্রিকেট অপারেশন্স কমিটর চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ। এ ছাড়া প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন আজ। বিসিবি চাইছে সাকিবের বিষয়টি সুরাহা করেই দল দিতে। সাকিব চুক্তি থেকে না সরলে তাকে ছাড়াই যেতে হতে পারে আমিরাতে।