দেশে ফের বাড়লো সয়াবিন তেলের দাম
দ্য রিপোর্ট প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশে ফের বাড়লো খোলা সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯২ টাকা।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সয়াবিন তেলের লুজ/বোতল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৭৫ টাকা, এক লিটারের বোতল ১৯২ টাকা ও পাঁচ লিটার কিনতে লাগবে ৯৪৫ টাকা। একই সাথে পাম তেলের দাম বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে।