শেয়ারবাজারেরও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন
দ্য রিপোর্ট প্রতিবেদক:জ্বালানি সাশ্রয়ের জন্য এবার শেয়ারবাজারেরও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৩ আগস্ট) লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। আগামীকাল ২৪ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। আর পোস্ট ক্লোজিং সেশন দুপুর ১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে।
বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে।
এর আগে জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার থেকে অফিস টাইম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে দেয় সরকার। এছাড়া, কর্মঘণ্টা কমানো হয়েছে ব্যাংকের।