সংকীর্ণ রাজনৈতিক কারণে রোহিঙ্গা সংকট সমাধান হয়নি
দ্য রিপোর্ট প্রতিবেদক:সংকীর্ণ রাজনৈতিক কারণে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আওয়ামী সরকার। ঠিক এ কারণেই এই সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে সরকার
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মিয়ানমার থেকে অত্যাচারিত হয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সরকারের উচিত জোরালো কূটনীতিক তৎপরতা চালানো এবং মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করা।
তিনি আরো বলেন, সরকার একক সিদ্ধান্তে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করে সমস্যা আরও বাড়িয়েছে। এতে আন্তর্জাতিক সম্প্রদায় আরো নাখোশ হয়েছে।