দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে কাপ্তান বাজার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সভা শনিবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আড়াই হাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুর রহমান হেলো সরকার। বিশেষ অতিথি ছিলেন আইন উপদেষ্টা ড. শাহজাহান সাজু, সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, দিদারুল আলম মজুমদার, ড. নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, কবির হোসাইন, কাজী সালাহ উদ্দিন দিদার, কামরুজ্জামান বিপ্লব, সেক্রেটারী সুরুজ ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা রহমত উল্যাহ আমিনী প্রমুখ।

সুষ্ঠ ভাবে উক্ত সমিতির নির্বাচন করার লক্ষ্যে সভাপতি ও সাধারন সম্পাদক আগামী ২৯/৮/২০২২ইং তারিখের মধ্যে প্রথম শ্রম আদালত ঢাকা কতৃক সত্যায়িত হালনাগাদ ৬৪২ জন সদস্যের তালিকা নির্বাচন সাব-কমিটির নিকট বুঝাইয়া দিবেন এবং আগামী ২৭/৯/২০২২ইং নির্বাচনের তাং ঘোষনা করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফজলুল হক মনির সুযোগ্য সন্তান ঢাকা দক্ষিন এর মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপসকে তিন বারের নির্বাচিত উক্ত কমিটি বুঝিয়ে বলতে পারলে তার সিটি করপোরেশনের আয় বৃদ্ধির লক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেটের দোকানগুলো দ্রæত অবমুক্ত করে দিবেন বলে আশা করি।

উক্ত অনুষ্ঠানে সমিতির ৬৪২ জন সদস্যের মধ্যে ৪৬০ সদস্য উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে আপ্যায়নের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করে।প্রেস বিজ্ঞপ্তি

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ আগস্ট, ২০২২)

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ আগস্ট, ২০২২)