দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, খাদ্যপণ্য, সার ও জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নেই বলে দেশটির আন্ডার সেক্রেটারি জানিয়েছেন। তাই রাশিয়া থেকে তেল আমদানি করলে ওয়াশিংটনের কোনো আপত্তি থাকার কথা নয়।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে কথা বলেন।

‘অনিশ্চিত ভবিষ্যতের’ শঙ্কায় বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি ঠিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

উপদেষ্টা বলেন, ‘স্থলভাগের ব্লক থেকে নিজেরাই গ্যাস উত্তোলন করবে বাংলাদেশ। সমুদ্রের ব্লকগুলো আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া হতে পারে।’

দাম বাড়ানোর যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়িয়ে রাখা ঠিক ছিল; কারণ আগামী দিনগুলোতে কী হবে সেটা অনিশ্চিত।’

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওয়াশিংটন ডিসিতে হাডসন ইন্সটিটিউট আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ ফর ডেভেলপিং কান্ট্রিজ: বাংলাদেশ কেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়েও একই কথা বলেছিলেন।

‘বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা শুধু বাংলাদেশের একার নয়, এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। গণমাধ্যমসহ দলমত-নির্বিশেষে আমরা সবাই মিলে প্রচেষ্টা চালালে এই সমস্যার সমাধান করা যাবে। জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি এবং সরবরাহের ঘাটতির কারণে বিশ্বে যে আঘাত এসেছে, তা বাংলাদেশেও পড়েছে।’

এ প্রেক্ষাপটে তিনি এই বৈশ্বিক সংকটের সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে তাদের আরও সোচ্চার ভূমিকা রাখা দরকার।’