দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজ। পাশাপাশি ভুগছেন কিডনি, ডায়াবেটিস ও স্নায়ুজনিত জটিলতায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্ব আর নিঃসঙ্গতাও ভর করেছে কবির জীবনে। গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে একাকী তিন রাত থেকেছেন। পুরোপুরি সুস্থ না হয়েই রোববার বিকেলে হাসপাতাল ছেড়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কবি হেলাল হাফিজকে গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে ভর্তি ছিলেন। গতকাল (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কবি হেলাল হাফিজ হাসপাতাল ছাড়েন। তবে তিনি পুরোপুরি সুস্থ হননি।