দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের ‍মৃত্যু হয়েছে। এছাড়া এ ভাইরাসে শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। শনাক্তের হার সাড়ে ৮ শতাংশ ছাড়িয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২২২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জনে। আর এ সময়ে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩২ জনে।

এর আগে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) করোনায় একজন মারা যায়। করোনা শনাক্ত হয় ২৭৮ জনের দেহে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ করা হয়; আর পরীক্ষা করা হয় ২ হাজার ৫৭৪টি। এতে শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। আগের দিন এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।