দ্য রিপোর্ট প্রতিবেদক: তিস্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তিস্তা চুক্তির জন্য প্রয়োজন রাজ্য সরকারের অনুমোদন, তা এখনো না পাওয়ায় চুক্তিটি হয়নি। 

রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বৃক্ষরোপণ শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে দলের নেত্রী ক্ষমতায় থাকাকালে পানি বন্টনের চুক্তির কথাই ভুলে যান, বর্তমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সে দলের মুখে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়ে কথা মানায় না।

প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হওয়ায় মির্জা ফখরুলদের মন খারাপ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক থাকছেন আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি সাইফুল আলমসহ সাংবাদিক নেতারা।