এশিয়া কাপ শিরোপা শ্রীলঙ্কার
দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কা। ধারণা ছিল দুবাইয়ে টস জেতা মানেই ম্যাচ জেতা। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন লঙ্কান পেসাররা।
এর আগে মাদুশানের বলে চামিকা করুনারত্নের হাতে ধরা পড়েন নাসিম শাহ। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ের নায়ক।
ধারাভাষ্যে বললেন ওয়াকার ইউনিস। অবশ্য এটি শুধু ক্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। একটু আগেই থ্রো ঠিকঠাক নিতে না পেরে রানআউটের সুযোগ হাতছাড়া করেছেন মহীশ ঠিকসানা। তবে তার বলে শাদাব খানের ক্যাচ নিতে ভুল হলো না দানুশকা গুনাতিলাকার।
মোহাম্মদ রিজওয়ান। আসিফ আলী। খুশদিল শাহ। হাসারাঙ্গার ৫ বলের মধ্যে ফিরলেন তিন জনই! সর্বশেষ টপ-এজড খুশদিল শাহ।
ইফতিখার ছয়-চার মারার পর হাসারাঙ্গা দিয়েছিলেন ১৪ রান, এরপর তাকে সরিয়ে নেন শানাকা। প্রয়োজনীয় রান রেটের চাপে যখন প্রায় পিষ্ট পাকিস্তান, তখন আবার আনলেন তাকে। প্রথম বলেই স্লগ করেছিলেন রিজওয়ান, তবে পার করাতে পারেননি গুনাথিলাকাকে। আরেকটি ভালো ক্যাচ, আরেকটি উইকেট। ৪৯ বলে ৫৫ রান করে ফিরলেন রিজওয়ান।
এক বল পর হাসারাঙ্গা ফিরিয়েছেন আসিফ আলীকেও। মুখোমুখি প্রথম বলে বড় শট খেলতে গিয়ে পুরোপুরি মিস করে গেছেন আসিফ।