বিশ্বে করোনায় নতুন আক্রান্ত ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন।
এ নিয়ে করোনাভাইরাসের শুরু থেকে বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২৯ হাজার ২৮১ জন এবং শনাক্তের সংখ্যা ৬১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৫৯১ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। এরপরই আছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে মৃত্যুতে শীর্ষে অবস্থানে রয়েছে- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও স্পেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ৩১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৪০ হাজার ৬৯৩ জন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ৬০ জনের। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৮৩২ জন। ইতালিতে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৩৬২ জন।