দ্য রিপোর্ট প্রতিবেদক: 

এনবিআরের আয়কর পরিপত্র থেকে জানা গেছে, ব্যক্তি পর্যায়ের যারা প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ ওই সময়ের মধ্যে যে কোনও দিন তারা রিটার্ন দাখিল করতে পারবেন।

 

নতুন করদাতাদের বাড়তি এই সুযোগ পেলেও পুরাতন করদাতারা আগের মতই ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

সাধারণত, প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে ২ শতাংশ হারে জরিমানা দিতে হয়।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৭৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে প্রায় ২৪ লাখ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।