চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নতুন আইজিপি
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক পদে নতুন করে নিয়োগ পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশের শীর্ষ পদে বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আইজিপি করার প্রস্তাব সংক্রান্ত একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেআজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদের মেয়াদ সেপ্টেম্বর মাসেই শেষ হচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রধান পদে বেনজীর আহমেদের চাকরির মেয়াদ বাড়ানো হবে না কি নতুন কেউ আসছেন তা নিয়ে কয়েক মাস ধরে পুলিশের ভেতরে–বাইরে গুঞ্জন চলছিল। অবশ্য শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ প্রধান করা হলো।
৩১তম আইজিপি হওয়ার দৌড়ে প্রথম থেকেই আলোচনায় ছিলেন র্যাবের মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেনের নামও ছিল জোর আলোচনায়। শেষ পর্যন্ত র্যাবের মহাপরিচালকেই পরবর্তী পুলিশ প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।