তাকরিমকে সংবর্ধনা দিবে ধর্ম মন্ত্রণালয়
দ্য রিপোর্ট প্রতিবেদক: সৌদি আরবে অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজীজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন।
আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংবর্ধনা প্রদান করা হবে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য,সৌদি আরবে ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ তাকরিম। ২২ সেপ্টেম্বর রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকরিমকে এক লাখ রিয়াল পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।