বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রতিবারের মতো এ বছরও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে দেশের পুঁজিবাজার। তাই চলতি বছর বিশ্ব বিনিয়োগ সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসসি)।
সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হল রুমে ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২২’ এর উদ্বোধন ঘোষণা করা হয়।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত আছেন।
এ সময় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, বিনিয়োগকারীদের জন্য বীমা ব্যবস্থা চালু করতে হবে। এ সময় ডিএসসি, সিএসসি, এনবিআর, পুঁজিবাজার সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান বিনিয়োগ সপ্তাহ পালন করছে বলেও জানান তিনি।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও বিএসইসির কর্মকর্তারা উপস্থিত আছেন।