নেভাদা অঙ্গরাজ্যে ছুরিকাঘাতে ২ জন নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাস স্ট্রিপে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ হামলা ঘটে।
লাস ভেগাস পুলিশ ক্যাপ্টেন ডোরি কোরেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ সকাল ১১ টা ৪২ মিনিটে লাস ভেগাস বুলেভার্ডে ছুরি হামলার খবর পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে একজন নারীর ওপর এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করতেপ্রথমে একজনের ওপর আক্রমণ করে।এরপর আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে সে। হামলাকারীর বয়স ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হামলাকারী তখন পালিয়ে যাওয়ারপর প্রত্যক্ষদর্শীরা ৯১১ নম্বরে ফোন করে।এর কিছুক্ষণ পরেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
হামলার প্রত্যক্ষদর্শী মন্ট্রিলের পিয়েরে ফান্দ্রিচ বলেছেন, তিনি তার স্ত্রীর সঙ্গে উইন ক্যাসিনোতে যাওয়ার পথে যখন শোরগোল শুনেন। এরপর তিনি বিকট চিৎকার শুনতে পান। এরপর মাটিতে রক্তাক্ত অবস্থায় একজন মহিলাকে দেখতে পান। হামলাকারীর নাম প্রকাশ করেনি লাস ভেগাসের পুলিশ। তবে ধারণা করা হচ্ছে তিনি স্থানীয় কেউ নন। তবে হামলার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। শহরের মেট্রোপলিটন পুলিশ হামলার তদন্ত করছে।