অবশেষে সেই টুইট মুছলেন ক্যাসিয়াস
দ্য রিপোর্ট ডেস্ক: মাঠের ফুটবলে স্পেনকে প্রতিনিধিত্ব করেছেন ১৬ বছর। নেতৃত্ব দিয়ে দেশকে জিতিয়েছেন বিশ্বসেরার মুকুট। দীর্ঘসময় খেলেছেন ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও। দুর্দান্ত সব অর্জনের জন্য শিরোনাম হয়েছেন অসংখ্যবার। তবে এবার মাঠের বাইরের বিতর্কিত একটি বিষয় নিয়ে আলোচনায় এলেন ইকার ক্যাসিয়াস। টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে নিজেকে সমকামী দাবি করেছেন এ তারকা।
রোববার রাতে নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে একটি পোস্ট করেন ইকার। মুহূর্তের মধ্যে আলোড়ন ফেলা পোস্টটিতে তিনি লেখেন, 'আশা করি আপনারা সবাই আমার ব্যাপারটিকে শ্রদ্ধা করবেন। আমি সমকামী।'
সাবেক বিশ্বকাপজয়ী তারকা ও দুই সন্তানের পিতা ইকারের এমন টুইট যখন আলোচনার তুঙ্গে, তখনই তার টুইটার থেকে আরেকটি পোস্ট আসে। এবার তিনি জানান, আগের টুইটটি তার নিজের করা নয়, তার টুইটার অ্যাকাউন্টটি মূলত হ্যাক হয়েছিল।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার একাউন্টটি হ্যাক হয়েছিল। সৌভাগ্যক্রমে সবকিছু এখন ঠিক আছে। আমার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করছি এলজিবিটি কমিউনিটির কাছে।'
ইকারের পরের টুইটটিকে বেশ গ্রহণযোগ্যই বলা যেতে পারে। কারণ এ টুইট করার কিছুক্ষণ আগেই আলোড়ন সৃষ্টিকারী বিতর্কিত টুইটটি একাউন্ট থেকে মুছে ফেলেছেন তিনি।
২০১৬ সালে স্পেনের ক্রীড়া সাংবাদিক সারা কার্বোনেরোর সঙ্গে ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইকার। গতবছর মার্চে তারা বিচ্ছেদের ঘোষণা করেন। ইকার ও সারার দুটি পুত্রসন্তানও রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ অক্টোবর , ২০২২)