দ্য রিপোর্ট প্রতিবেদক: দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ বাহিনী রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র আনাতোলি কুর্তেভ।

 

শুক্রবার সকালে এ হামলা চালানো হয় বলে তিনি টেলিগ্রাম পোস্টে নিশ্চিত করেছেন। খরব সিএনএনের।

তিনি বলেন, শত্রুরা জাপোরিঝিয়া আক্রমণ করেছেন। শহরের একটি জেলায় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

কুর্তেভ আরও বলেন, উদ্ধারকারী দল হামলার জায়গায় গিয়ে পৌঁছেছে। উদ্ধারকাজ চালাচ্ছে।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

জাপোরিঝিয়া দক্ষিণ ইউক্রেনের একটি প্রধান কেন্দ্র, যা কিছু অংশ রুশ বাহিনীর দখলে। চলতি সপ্তাহে শহরে আক্রমণ চালিয়েছে রাশিয়া, সেই ঘটনায় নারীসহ ১৭ জন নিহত হয়েছেন।