গাজীপুরে ফিলিং স্টেশনে ৫ জন নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রোডের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন মিঠু। মিঠুর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল গাজীপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সকালে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আলামিন নামে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ বাকিরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩)।
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচজনকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।