জার্মান স্টেট সেক্রেটারি ঢাকা আসছেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: জার্মান সংসদের সদস্য এবং ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)-এর সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
স্টেট সেক্রেটারি সরকারের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অংশীজনদের সাথে বৈঠক করবেন। এছাড়া তিনি জার্মান সরকার সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন এবং ঢাকায় জার্মান দূতাবাস কর্তৃক ‘জার্মান-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা’র ৫০ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এটি বাংলাদেশে ড. কোফলারের দ্বিতীয় সফর।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ১০ অক্টোবর ড. কোফলারের সাথে দেখা করেন। বৈঠকে তিনি আসন্ন বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দ্বিপক্ষীয় ব্যবসা এবং চলমান উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম।