দ্য রিপোর্ট প্রতিবেদক:  বৈঠকে গাইবান্ধা-৫ উপনির্বাচনসহ নির্বাচন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও নির্বাচন করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেসব বিষয়েও আলোচনা হতে পারে। নির্বাচন নিয়ে বিগত কমিশনের অভিজ্ঞতা নেয়ার জন্যই এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর আগারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়েছে।

এতে সাবেক তিন সিইসিসহ অন্তত ১২ জন অংশ নিয়েছেন। তারা হলেন সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান।

সিইসির সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত রয়েছেন

গাইবান্ধা উপ-নির্বাচন বন্ধের পরই অভিজ্ঞতা বিনিময়ের এমন উদ্যোগ নিলেন তারা। আর এ উদ্যোগে সাবেক সিইসি, নির্বাচন কমিশনার, সচিব পর্যায়ের ২৮ জনকে বুধবার ইসিতে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়।

এই সভায় আমন্ত্রণ পাওয়া সাবেকরা বলছেন, আগামী নির্বাচন করার আগে নির্বাচনী ব্যবস্থাপনার কোথায় সমস্যা রয়েছে, তা খুঁজে বের করতে হবে, আর অনিয়মে সম্পৃক্তদের বিষয়েও কঠোর হতে হবে।