দ্য রিপোর্ট প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র সাতজন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, “ঘরছাড়া ৫৫ জন পার্বত্য এলাকার পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে এ বিষয়টি গণমাধ্যমকে আমরা আগেই জানিয়েছিলাম। কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় থাকা হিজরতে বের হওয়াদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমরা এ বিষয়ে জানতে পারি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১০জনকে গ্রেপ্তার করতে আমরা সমর্থ হই।”

র‌্যাব জানায়, বান্দরবান ও রাঙামাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি পার্বত্যাঞ্চলে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আস্তানা তথ্য জানায় র‌্যাব। আগের দুই দফাসহ তৃতীয় দফায় গ্রেফতার সাতজন এই সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

এ ছাড়া আরও যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তারা পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের।

গ্রেফতার পাহাড়িরা কোন সংগঠনের- তা স্পষ্ট করেনি র‌্যাব। তবে এরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের বলে শোনা যাচ্ছে। যে দলটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।