দ্য রিপোর্ট ডেস্ক:  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে। এতে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবায়ও বিঘ্ন ঘটছে। এ অবস্থায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব

সোমবার (২৪ অক্টোবর) রাতে অ্যামটব এক বিবৃতিতে জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র আঘাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এমতাবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প পন্থায় ব্যাটারি এবং জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয়টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মাছুম।

তিনি জানান, নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি উঠেছে। কিছু কিছু এলাকার বসত ঘরেও ঢুকে পড়েছে বন্যার পানি।

প্রকৌশলী মো. মাছুম আরও জানিয়েছেন, বরিশালসহ ৭টি জেলা এবং উপজেলা সংলগ্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ‘বরিশালের কীর্তনখোলা, ভোলা সদরের তেঁতুলিয়া, দৌলতখানের সুরমা-মেঘনা, তজুমদ্দিনের সুরমা-মেঘনা, ঝালকাঠির বিষখালী, বরগুনার বিষখালী ও পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিটি নদীর পানি বিপৎসীমার সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ৬৭ সেন্টিমিটার পর্যন্ত বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বরিশাল জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও মহানগরীর কিছু এলাকা ব্যতীত বিভাগের অপর ৫ জেলার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ৫ জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।