ঢাকা-চট্টগ্রাম যান চলাচল বন্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ পড়ে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঝড়ের দাপটে দাউদকান্দির বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘ঝড়ে কুমিল্লার ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এছাড়া গৌরিপুর, চান্দিনা ও মুদাফফরগঞ্জসহ বেশকিছু এলাকায় গাছ ভেঙে মহাসড়কের ওপরে পড়ে আছে। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ফায়ার সার্ভসের সদস্যরা গাছ সরাতে কাজ শুরু করেছেন।’