যেসব নম্বরে ফোন করলে পাওয়া যাবে সহোযোগিতা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে ঘূর্ণিঝড় সিত্রাং–সংক্রান্ত সাহায্যের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ঘূর্ণিঝড়ে উপদ্রুত এলাকায় সহযোগিতা পেতে এই নম্বরগুলোতে ফোন করা যাবে। সোমবার রাতে ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়–সংক্রান্ত সাহায্য পেতে কেন্দ্রীয়ভাবে খোলা এই মনিটরিং সেলের হটলাইন নম্বর ১৬১৬৩-এ ফোন করা যাবে। এ ছাড়া টেলিফোনে ০২-২২৩৩৫৫৫৫৫ ও মোবাইলে ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বর চালু থাকবে।
ঝড়ের সময় পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় এলাকার সব ফায়ার স্টেশনকে সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষসহ সব বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বরগুলো সচল রয়েছে।