সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষনা বিআইডাব্লিউটিএর
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব শেষে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ।
দেশের মধ্যভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিত্রাংয়ের অগ্রভাগ এবং রাত ৯টায় মূল কেন্দ্র দেশের উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি ও দমকা বাতাস প্রবাহিত হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার ফলে বিভিন্ন ৬ জেলায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে কুমিল্লায় তিনজন, ভোলায় দুজন, সিরাজগঞ্জে দুজন, নড়াইল, শরীয়তপুর ও বরগুনায় একজন করে মোট ১০ জন নিহত হয়েছে। সেই সঙ্গে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে ৬ লাখ মানুষকে।