রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করতে বাকিংহাম প্যালেসে ঋষি সুনাক
দ্য রিপোর্ট ডেস্ক: বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার পর বাকিংহাম প্যালেসে যান তিনি। ব্রিটেনের রাজপ্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করবেন ঋষি সুনাক। সেখানে আনুষ্ঠানিকভাবে তৃতীয় চার্লস ঋষি সুনাককে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
বাকিংহাম প্যালেসেব্রিটিশ রাজা চার্লস কনজারভেটিভ এই নেতাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন। প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পরপরই রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের প্রস্তাব পাবেন ঋষি।
জানা যায়,গতকাল কনজারভেটিভ পার্টির প্রধান হতেপেনি মর্ডান্টেরপ্রার্থিতা প্রত্যাহার করার পরবিনাপ্রতিদ্বন্দ্বিতা ঋষি সুনাকযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যান। ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনাক এর আগে বরিজ জনসন সরকারের অর্থমন্ত্রী ছিলেন। করোনার সময় তিনি বেশ সুনামের সাথে কাজ করে পরিচিতি লাভ করেন।