দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চার মন্ত্রীকে বরখাস্ত করলেন  সুনাক। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের ছয় ঘণ্টার মধ্যে লিজ ট্রাসের নেতৃত্বাধীন মন্ত্রিসভার চার সদস্যকে পদত্যাগপত্র জমা দেওয়ার আহবান জানানো হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র আরো জানায়,মন্ত্রিসভার যে চার সদস্যকে পদত্যাগ করতে বলা হয়েছে, তারা হলেন— বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ, বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্র্যান্ডন লেউইস, কর্ম ও পেনশন মন্ত্রণালয়ের মন্ত্রী ক্লোয়ে স্মিথ এবং উন্নয়নমন্ত্রী ভিকি ফোর্ড।

এছাড়া নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির জেষ্ঠ্য নেতা ডমিনিক রাবকে নিয়োগ দিয়েছেন সুনাক। পাশপাশি তাকে বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও করা হয়েছে।

এর আগে,মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণ দেন ঋষি।