দ্য রিপোর্ট ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচ জন্ম দিচ্ছে, ঘটাচ্ছে নতুন নতুন অঘটনের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হার থেকে শুরু। এরপর আইরিশদের ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড বধ সব কিছুই রোমাঞ্চে ঠাসা। 

সুপার টুয়েলভ পর্বে আজকের দিনে পাকিস্তানকে ১ রানে হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিয়েছে জিম্বাবুয়ে।

প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ের দেয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৩৬ রানের মাথায় দলের সবচেয়ে গুরুত্বপূর্ন তিন ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদ আউট হয়ে ফিরে যান।

এরপর শান মাসুদ ও শাদাব খানের ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। বৃথা যায় মোহাম্মদ নওয়াজ ও ওয়াসিমের জুনিয়রের চেষ্টা। জিম্বাবুয়ে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৯ রানে থামে পাকিস্তান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভারে উড়ন্ত সূচনা করে দুই জিম্বাবুইয়ান ওপেনার।

যদিও দলীয় ৪৩ রানে দুই উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। মিডেল ওভারে গিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় সিকান্দার রাজা ও শন উইলিয়ামস জুটি। অবশ্য দলীয় ৯৫ রান থেকে ৯৮ রানের ভেতর ৪ উইকেটের পতনে বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে যায় জিম্বাবুয়ের।

শেষ দিকে ব্র্যাড ইভান্সের ব্যাট থেকে আসা ১৫ বলে ১৯ রানের ইনিংসে ১৩০ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলারদের পক্ষে ৪টি উইকেট শিকার করেন পেসার মোহাম্মদ ওয়াসিম।

ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার পেয়েছেন সিকান্দার রাজা।