জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চায় রাশিয়া
দ্য রিপোর্ট প্রতিবেদক: কৃষ্ণ সাগরের ক্রিমিয়া অংশে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চায় রাশিয়া। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার নিরাপত্তা পরিষদকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে মস্কো। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মস্কোর দাবি, শনিবার ক্রিমিয়ার সেভাস্তোপল উপসাগরে ১৬টি বিমান ও সামুদ্রিক ড্রোন নিয়ে রুশ নৌবহরে হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ইউক্রেনের তরফে এখনও পর্যন্ত এই হামলা চালানোর কথা স্বীকার করা হয়নি। বরং দেশটির দাবি, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া খাদ্যশস্য চুক্তি থেকে সরে যেতে রাশিয়া নিজেই এই হামলার ঘটনা সাজিয়েছে।