নূর চৌধুরীকে কানাডায় থাকতে দেয়া মানবাধিকার লঙ্ঘন- আইনমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডায় থাকতে দেয়া মানবাধিকার লঙ্ঘন- এটি স্পষ্টভাবে জানানো হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসামিদের কানাডা ফেরত দেয় না বলে জানিয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। তবে বিকল্প কোনো ব্যবস্থায় তাকে ফেরত আনা যায় কি-না, এ ব্যাপারে সেদেশের সব আইন খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, আমি হাইকমিশনারকে অনুরোধ করেছি, যেসব আইন ও বিধি-বিধান আছে তা যদি পর্যবেক্ষণ করে দেখি তাহলে কানাডা যাতে তাকে ফিরিয়ে দিতে পারে সে পন্থা খুঁজতে পারে। হাইকমিশনার বলেছেন, কানাডা সরকারকে বিষয়টি তিনি জানাবেন৷
আইনমন্ত্রী বলেন, হাই কমিশনার জানতে চেয়েছেন, জাতীয় নির্বাচনের সময় বাংলাদেশ নির্বাচনী পর্যবেক্ষক ‘অ্যালাউ’ করবে কি-না? এ প্রশ্নের উত্তরে তিনি (আইনমন্ত্রী) সুষ্পষ্টভাবে জানান, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। বাংলাদেশ সরকার বদ্ধপরিকর যে, বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হোক।
ডাটা সুরক্ষা আইন নিয়ে আনিসুল হক হাই কমিশনারকে জনান, এ আইনের খসড়া প্রণয়নের ব্যাপারে অংশিজনদের সঙ্গে একবার সভা হয়েছে। আরও ২-৩ বার সভা হবে। ডাটা নিয়ন্ত্রণ করার জন্য এ আইন করা হবে না, ডাটা সুরক্ষার জন্য করা হবে।
তিনি বলেন, এ বছর বাংলাদেশ-কানাডা সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। উভয় দেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ সম্পর্ক দেখে। ফলে উভয় দেশের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হোক, বাংলাদেশ সেটাই চায়।