দ্য রিপোর্ট ডেস্ক: সুপার টুয়েলভে দিনের দ্বিতীয় ম্যাচে ম্যাচে অ্যাডিলেডে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬০ রান তুলেছে সাকিব আল হাসানের দল। লিটনের ব্যাটিং তান্ডবের পর সপ্তম ওভারে খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়।

কিছুক্ষণ পর আবারও মাঠে গড়ায় ম্যাচ। বৃষ্টির পর বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান।

খেলা শুরু হওয়ার পর লিটন আর স্ট্রাইকে যেতে পারেননি। বরং রান আউটের শিকার হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৫০ রানে। আর এতে ৫ রানের জয় পায় ভারত।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। বিরাট কোহলির অপরাজিত ৬৪ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় ভারত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ, আর সাকিব শিকার করেছেন দুটি উইকেট।