দিরিপোর্ট২৪ ডেস্ক : এটিপি ওয়ার্ল্ড ট্যুরের শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। স্প্যানিশ তারকা রাফায়েল নাদালেকে হারিয়ে মৌসুমের শেষ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার নাদালকে হারানোর মাধ্যমে সেপ্টেম্বরের পর টানা ২২ ম্যাচে জয় পেয়েছেন জকোভিচ। সঙ্গে মধুর প্রতিশোধ নিয়েছেন তিনি।ইউএস ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন এই সার্বিয়ান।

এনিয়ে বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালে ১৯ বারের সাক্ষাতে নাদালের বিপক্ষে ১০বার জিতেছেন জকোভিচ। আর গত সেপ্টেম্বরের ইউএস ওপেনের পর থেকে অপরাজিত রয়েছেন তিনি।

নাদালের বিপক্ষে ৬-৩, ৬-৪ গেমে জেতার পর এক প্রতিক্রিয়ায় জকোভিচ বলেছেন, ‘ইউএস ওপেনের ফাইনালে নাদালের কাছে হারের পর অনেক চিন্তা-ভাবনা করেছি। বিশেষ করে ম্যাচে আমি কি ভুল করেছিলাম। সে বিষয়ে বিস্তর গবেষণা করেছি। আর ট্যুর ফাইনালের ফলাফলের পর মনে হচ্ছে, গত আড়াই মাসে আমরা অনেক উন্নতি করেছি।’

(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/নভেম্বর ১২, ২০১৩)