দ্য রিপোর্ট প্রতিবেদক: সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) অডিটোরিয়ামে সংবিধান দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আলোচনা শেষে সাংবাদিকরা রাষ্ট্রধর্ম নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটার ব্যাপারে অবশ্যই চিন্তা ভাবনা আছে। তার কারণ হচ্ছে আমরা ৭২ এর সংবিধানে ফিরে যেতে চাই। কখন কোন সময় বাস্তবতার নিরিখে করা হবে বা করা হবে না এটা দল এবং সরকার সিদ্ধান্ত দেবে। তাই সংবিধানে রাষ্ট্র ধর্ম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে অপেক্ষা করতে হবে।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধানের খসড়া সংসদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আর সেই দিনটি এবারই প্রথম পালিত হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) অংশ নেন আইনমন্ত্রী।

এ সময় আনিসুল হক আরও বলেন, সরকার চাইলে খালেদা জিয়ার সাজার স্থগিতাদেশের নির্বাহী আদেশ যে কোন সময় পরিবর্তন করতে পারে।

বিলিয়ার চেয়ারম্যান ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।