দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে। এই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়ে‌ছে। 

শনিবার (৫ নভেম্বর) রাত ৯টায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন

তিনি জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রাঢ়ী।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, বরিশালে গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দেয়া ইশরাক হোসেনের গাড়ি বহরে সকালে মাহিলারায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের আটটি গাড়ি ভাঙচুর করেছে। ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে যুবলীগ নেতা সোহেল রাঢ়ী সাজানো ঘটনায় মামলা দায়ের করেছেন