দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অর্থনৈতিক মন্দার ধাক্কা লাগবেই। লক্ষ্য রাখতে হবে বাংলাদেশে যেন বেশি ক্ষতি করতে না পারে। তার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সোমবার (৭ নভেম্বর) সকালে ২৫ জেলায় ১০০টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উদ্বোধন করা ১০০ সেতুর অবস্থান উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই ১০০ সেতু নির্মাণের ফলে আমাদের অর্থনৈতি উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে। দুর্যোগের সময় দ্রুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। মানুষের জীবন-জীবিকা আরও সহজ হবে। ’

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উত্তর বঙ্গে আর মঙ্গা হয়নি বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন করাই এই সরকারের লক্ষ্য। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তাসহ প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করছে সরকার। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সড়ক, নৌ ও বিমান পথে সব ধরনের যোগাযোগ যেন হয়, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি। ’

শেখ হাসিনা বলেন, ‘করোনা মহামারি ও যুদ্ধের প্রতিকূলতার মধ্যেও আমরা সেতুগুলো নির্মাণ করেছি। সেতু বিভাগসহ যারা এর নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানাই। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই দেশ থেমে থাকবে না। বিজয়ী জাতি আমরা। আমরা সবসময় বিশ্বে মাথা উঁচু করে চলবো। আমাদের সাশ্রয়ী হতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে, বিশ্বের বুকে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি; সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। ’

তিনি বলেন, ‘আমরা মানুষের মৌলিক চাহিদাগুলো একে একে পূরণে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। ’