বিচারপতি মানিকের ওপর হামলার মামলায় বিএনপি নেতা হারুন আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-উর-রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মতিঝিল থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল।
মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২ নভেম্বর রাজধানীর পল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই তার গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।