নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প,নিহত ৬
দ্য রিপোর্ট ডেস্ক: নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক কেন্দ্র। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টায় দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে মালায় মেইল। ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আশেপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ২টা ২৭ মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, দেশটির দিপায়ল শহরের কাছে ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
অন্যদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।
নেপালে এই ভূমিকম্প আঘাত হানার পর ভারতের দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এই তীব্র কম্পন প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।