প্রশ্নে উসকানিমূলক বিষয় আনাদের চিহ্নিত করা হয়েছে- শিক্ষামন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয় আনার ঘটনায় জড়িত শিক্ষকদের চিহ্নিত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় যাদুঘরে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন আয়োজিত ৭১ এর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে ২০২২ সালের এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নের পেছনে জড়িত পাঁচ শিক্ষককে চিহ্নিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের অভিযুক্ত শিক্ষকদের নাম ও পরিচয় জানিয়েছেন।
তিনি বলেন, ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল বাংলা প্রথম পত্রের বিতর্কিত প্রশ্নটি করেছেন। প্রশ্নটির মডারেশেন (পরিশোধনকারী) করেছেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দীন শাওন, মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ, কুষ্টিয়া ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।