দ্য রিপোর্ট প্রতিবেদক: বাজেট কমে গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সংখ্যাও কমে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

বুধবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে এ কথা বলেন তিনি।

মো. আলমগীর হোসেন বলেন, ‘বাজেট কমে গেলে কমানো হবে ইভিএমে ভোটগ্রহণের আসন সংখ্যা। পরিকল্পনা কমিশনের বাজেট বরাদ্দের ওপর নির্ভর করে আগামী সংসদ নির্বাচনের ব্যয়নীতি গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প পাস না হলে ১৫০ আসনে ইভিএমে ভোট করা সম্ভব নয়। যৌক্তিকভাবে পরিকল্পনা কমিশনে ইভিএমের জন্য বাজেট তৈরি করা হয়েছিল। ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করতে চেয়েছিল ইসি। এ জন্য ইভিএম মেশিন কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্পের খসড়া অনুমোদন দিয়েছে তারা। তবে আর্থিক সংকটের এ সময়ে ইভিএম কেনায় বিরাট অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে।