ব্রুনাই থেকে দীর্ঘমেয়াদে গ্যাস আনতে চায় সরকার- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার ব্রুনাই থেকে দীর্ঘ মেয়াদে গ্যাস আনতে চায়। এজন্য সেখানে যাচ্ছে একটি প্রতিনিধি দল। পাশাপাশি সৌদি আরব থেকেও গ্যাস আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ব্রুনাইতে প্রতিনিধি দল পাঠাচ্ছি। দীর্ঘ মেয়াদে গ্যাস কীভাবে নিয়ে আসা যায়, তাদের নিমন্ত্রণের অপেক্ষায় আছি। এখন তো সব জায়গাতেই সংকট। যে যেভাবে পাচ্ছে সেভাবেই নেওয়ার চেষ্টা করছে। সেখানে যাওয়ার প্রস্তুতিও শেষ হয়েছে। আমাদের কী প্রয়োজন জানিয়েছি।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার প্রসঙ্গ সামনে এনে তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে ২০২৮-২৯ সালের দিকে সেখান থেকে গ্যাস আনা যাবে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির সৌদির বড় বিনিয়োগ পাওয়া যাবে। কথা হয়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়েও।
এ ছাড়া ভতুর্কি বাড়লেও দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দিকে বলেও জানান প্রতিমন্ত্রী।
আইএমএফ প্রতিনিধিদের ঢাকা সফর প্রসঙ্গে তিনি জানান, তারা জ্বালানি প্রশ্নে কোনো পরামর্শ বা মতামত দেয়নি।