দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ রবিবার (১৩ নভেম্বর) থেকে মিরপুর এলাকার মোট ৩০টি কোম্পানির পরিবহন ই-টিকিটিংয়ের আওতায় চলবে।

শনিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর পরীবাগ এলাকায় অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্যাহ।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজধানীর ৬০টি কোম্পানিকে ইটিকিটিংয়ের আওতায় আনা হবে। সেই সঙ্গে ২৮ ফেব্রুয়ারি ঢাকা ও শহরতলীর ৯৮টি পরিবহন কোম্পানি ইটিকিটিংয়ের আওতায় আনা হবে। ঢাকা ও শহরতলীর ৫ হাজার ৬৫০টি পরিবহন ই-টিকিটিংয়ের আওতায় আসবে।

তিনি বলেন, বাসে অতিরিক্ত ভাড়া বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া এতে যেকোনো অনিয়ম দ্রুতই নিরসন হবে। সেই সঙ্গে গণপরিবহনের যে নৈরাজ্যের অভিযোগ তাও থাকবে না। দীর্ঘদিনের অভিযোগগুলো সমাধানে সমিতির উদ্যোগগুলো বাস্তবায়ণে সবার সহযোগিতা চেয়েছে মালিক সমিতি।