দ্য রিপোর্ট প্রতিবেদক:  বর্তমানে শেয়ারবাজারে সবচেয়ে আলোচিত কোম্পানিগুলোর একটি ওরিয়ন ইনফিউশন। মনে হচ্ছে এই শেয়ারে যেনো পড়েছে আলাদিনের চোখ। গত বছরের নভেম্বরে শেয়ারটির দাম ছিলো ৭৯ টাকা ১ পয়সা।সেখানে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৯৭৪ টাকা ৯০ পয়সায়।

কোম্পানিটির শেয়ারের অতি অল্প সময়ের মধ্যে দাম বেড়েই যাচ্ছে। গত বছরের জুন থেকে এই বছরের জুন পর্যন্ত দফায় দফায় কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে চলতি বছরের ৩০ জুন থেকে শুরু হয়। আবার কোম্পানিটির শেয়ারে কখনো কখনো টানা তিন-চার দিন ক্রেতা সংকটের দৃশ্যায়নও দেখা গেছে।

গত বছর ২০২১ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩০ জুন-২০২২ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ১২ পয়সা।

১৯৯৪ সালে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটিতে পরিচালকদের শেয়ার রয়েছে ৪০ দশমিক ৬১ শতাংশ। প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের শেয়ার রয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। বিদেশী শেয়ার রয়েছে দশমিক ৪ শতাংশ । সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার সংখ্যা ৫১ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি এ ক্যাটাগোরিতে লেনদেন হচ্ছে ।

আরেক আলোচিত শেয়ার মেট্রো স্পিনিং। ২০২১ সালের ১২ এপ্রিল শেয়ারটির দাম অভিহিত মূল্যের নিচে ৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এরপর শেয়ারটি বলা যায় আলাদিনের চেরাগ পায়। মাত্র সাড়ে চার মাসের কম সময়ের মধ্যে ২৬ আগস্ট শেয়ারটির দাম ৩৫ টাকায় চলে যায়।

২০২১ সালের ৩ নভেম্বর শেয়ারটির দাম ছিলো ২৪ টাকা ৭০ পয়সা। ১০ মাসের মাথায় আগস্টের ৮ তারিখ লাফ দিয়ে শেয়ারটির দাম হয়ে যায় ৪২ টাকা ৬০ পয়সা।২ মাস পর অক্টোবর মাসের ২ তারিখ শেয়ারটির দাম ৪৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। অক্টোবরের শেষে ৪৪ টাকা ৭ পয়সায় নেমে যায় শেয়ারটির মুল্য। এভাবেই উত্থান পতনে চলছে শেয়ারটির লেনদেন। টেক্সটাইল খাতের এই কোম্পানিটি আজ ৪৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে।

গতবছর ২০২১ সালে কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩০ জুন-২০২২ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। যা আগের বছর ছিল ৬২ পয়সা।

বস্ত্রখাতের এই কোম্পানিটিতে ২৬ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের। প্রাতিষ্ঠানিক শেয়ার রয়েছে ১৯ দশমিক ০২ শতাংশ। সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার রয়েছে ৫০ দশমিক ৮৯ শতাংশ।

আলোচনা রয়েছে আরেক কোম্পানি শাইনপুকুর সিরামিকস নিয়ে। দুই বছর আগে ২০২০ সালের ৩ নভেম্বর শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম ছিল ২২ টাকা। ২০২১ সালের ১২ এপ্রিল টেনে নামানো হয় ১৮ টাকা ৭০ পয়সায়। তারপর ২০২১ সালের ৭ জুলাই শেয়ারটির দাম হয়ে যায় প্রায় দ্বিগুন, ৪২টাকা ৫০ পয়সা।

২০২২ সালের ১৭ এপ্রিল ২৫ টাকা ৪০ পয়সায় নেমে যায় শেয়ারের দাম। এক মাসের মধ্যে ৪৬ টাকা ৯০ পয়সায় উঠে। আজ শেয়ার টি লেনদেন হচ্ছে ৪৩ টাকায় ।

গত বছর ২০২১ সালে কোম্পানিটি আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩০ জুন-২০২২ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস ২৭ পয়সা। যা আগের বছর ছিল ১৪ পয়সা।

বি ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৮ সালের শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটিতে ৫০ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের। ৪ দশমিক ২৭ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক এবং ৪৫ দশমিক ৭৩ শতাংশ সাধারণ শেয়ার হোল্ডারদের।