দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার গত ১৩ বছর একটানা ক্ষমতায় রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে যে ইশতেহার দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি। আমরা ঘোষণা দিয়েছিলাম- বদলে যাবে বাংলাদেশ। গত ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে। আমরা যে রূপকল্প ও প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছিলাম তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।

রোববার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজেএমইএ এর সপ্তাহব্যাপী আয়োজন মেড ইন বাংলাদেশ উইক এর উদ্বোঝনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি খাতও আমরা উন্মুক্ত করে দিই। কম্পিউটার শিক্ষার মাধ্যমে প্রযুক্তি শেখার বিষয়ে আমরা গুরুত্ব দিই। ’ তিনি বাংলাদেশের বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে জানিয়ে- এই সুযোগ গ্রহণ করতে বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করে দিয়েছে। তৈরি করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।

তিনি বলেন, স্বাধীনতার পর প্রথম বছরে ২৫টি পণ্য রপ্তানির মাধ্যমে মাত্র ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছিল। সেখানে ২০২১-২২ অর্থ বছরে পণ্য রপ্তানি খাত থেকে ৫২.০৮ বিলিয়ন মার্কিন ডলার আজকে অর্জিত হয়েছে। রপ্তানি বাজার আজকে বহুগুণে বিস্তৃতি লাভ করেছে।